
আলহামদুলিল্লাহ! আল্লাহু আকবার! 🤍
পরিবারে নতুন অতিথি—একটি পুত্র সন্তানের আগমনে প্রিয় ভাগনা শাজুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শিশুকে তার বাবা-মায়ের জন্য চোখের শীতলতা বানান,
তাকে নেককার, সুস্থ, সুজান ও বরকতময় জীবন দান করেন
এবং ঈমান, আদব ও ন্যায়ের পথে বড় হওয়ার তাওফিক দেন।
আল্লাহ এই সন্তানকে পরিবার ও সমাজের জন্য রহমত বানান। আমিন। 🤲