
১৬ ডিসেম্বর — মহান বিজয় দিবস
স্বাধীনতার গৌরব, জাতির অহংকার।
এই দিনে আমরা স্মরণ করি সেই বীর শহিদদের—
যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল-সবুজের পতাকা।
বিজয়ের এই চেতনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে,
ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবিচল থাকতে।
বিজয়ের চেতনাই হোক আমাদের পথচলার প্রেরণা—
একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে।