
আলহামদুলিল্লাহ, ইমাম বাড়িতে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে—যা আমার জন্য সত্যিই সম্মানের।
অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিকতায় ভরপুর। সেখানে প্রদত্ত ইসলামী বয়ান আমাদের সকলের জন্য ছিল জ্ঞান, আত্মশুদ্ধি ও হেদায়েতের এক মূল্যবান উৎস।
এই ধরনের দ্বীনি আয়োজন মানুষের অন্তরে ঈমানি চেতনা জাগ্রত করে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি—তিনি যেন আয়োজক ও বক্তাদের সকল প্রচেষ্টা কবুল করেন এবং উপস্থিত সকলকে বরকত, কল্যাণ ও হেদায়েত দান করেন।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক দিন। আমিন।